English Version
আপডেট : ২৩ জুন, ২০১৬ ১২:৪৩

আলিয়ার মা মাধুরী!‌

অনলাইন ডেস্ক
আলিয়ার মা মাধুরী!‌

এককালে তাঁর ‘‌ধক ধক’–এ মজেছিল‌ তামাম গোট দুনিয়া। এবার সেই মাধুরীই মা হচ্ছেন পর্দায়। করন জোহরের পরের ছবি ‘‌সিদ্দত’‌–এ আলিয়া ভাটের মায়ের ভূমিকায় তাঁকে দেখা যাবে। আলিয়ার বিপরীতে রয়েছেন বরুণ ধাওয়ান। অন্য একটি চরিত্রে অর্জুন কাপুরকে নেওয়ার চিন্তাভাবনা চলছে। পরিচালনা করবেন অভিষেক বর্মন। প্রথমে যদিও মায়ের চরিত্র করতে রাজি হননি মাধুরী। শেষ পর্যন্ত নাকি বন্ধু করনের অনুরোধ ফেলতে পারেননি। করনের ধর্ম প্রোডাকশনের পাশাপাশি ছবির প্রযোজনা করছেন সাজিদ নাদিওয়ালা। শিগগিরই শুরু হবে শুটিং।  

 সূত্র : আজকাল