English Version
আপডেট : ২২ জুন, ২০১৬ ০৩:৪৯

মধ্যরাতে লুলিয়াকে নিয়ে কোথায় সালমান?

অনলাইন ডেস্ক
মধ্যরাতে লুলিয়াকে নিয়ে কোথায় সালমান?

মুম্বাই। মধ্যরাত। ডিনার ডেট।

গেস করুন তো, পাত্র-পাত্রী কারা?

শুনলে অবাক হবেন।

গত রবিবার মুম্বাইতে মধ্যরাতে ডিনারে গেলেন সালমান খান এবং লুলিয়া ভানটুর!

গোটা বলিউড হাজির ছিল বাবা সিদ্দিকির বার্ষিক ইফতার পার্টিতে। কিন্তু, সেখান থেকেই সালমান সময় বের লুলিয়াকে নিয়ে বেরিয়ে গেলেন ভাইজান। জানা গেছে, মুম্বাইয়ের একটি বিশেষ রেস্তোরাঁ নাকি সালমান এবং লুলিয়ার পছন্দের। সেখানেই নাকি ডিনারে গিয়েছিলেন তাঁরা। সেখানে দীর্ঘ সময় ছিলেনও এই লাভ-বার্ড।

গতকাল রাতের পর জোর জল্পনা সালমান-লুলিয়ার প্রেম ভালই জমে উঠেছে। এবার শুধু গাঁটছড়া বাঁধার অপেক্ষা।