English Version
আপডেট : ২১ জুন, ২০১৬ ০৪:০৩

কলকাতা ছেড়ে অন্য শহরে জয়া

অনলাইন ডেস্ক
কলকাতা ছেড়ে অন্য শহরে জয়া

কলকাতা শহরের অলিগলি জুড়ে ছিটানো আছে জয়া আর হৃত্বিকের মুঠো মুঠো ভালোবাসা। চাকুরীর কারনে কলকাতা ছেড়ে জয়া আরেক শহরে পাড়ি দেন। ছাড়ার সময় জয়াকে হৃত্বিকের প্রশ্ন, কলকাতা ছেড়ে দিচ্ছ তো? জয়ার কণ্ঠে আশাবাদ, ‘ছাড়ছি কোথায়? আবারও ফিরে আসবো চারবছর পর। 

ভিডিও দেখতে ক্লিক করুন

ল্যাগেজ বেধে জয়া শেষে পাড়ি দিলেন আরেক শহরে। চাকুরী নেন একটি বিউটি স্যালুনে। নয়টা টু পাঁচটার অফিস জীবন।  এরই মাঝে জয়ার কোল জুড়ে আসে সন্তান। শুরু হয় জয়ার আরেক সংগ্রাম। সেই সংগ্রামী জীবনে খোঁজ মেলেনি হৃত্বিকের।

দিনদিন স্বামীর জন্য অপেক্ষাটা বাড়ে। জয়াও ফিরতে পারে না কলকাতায়। মেয়েটাও বড় হয়। এমনটায় দেখা মিললো ‘ভালোবাসার শহর’ নামে শর্টফিল্মটির একঝলক।

ইউটিউবে সিনেমাটির ট্রেইলার ছাড়া হয়েছে। ট্রেইলারেই চমক দেখালেন জয়া। জানান দিলেন নিজের অভিনয়ের সামর্থ্য। জয়া ছাড়াও এতে আরও অভিনয় করেছেন অরুন মুখোপাধ্যায় ও সোহিনী সরকার।