English Version
আপডেট : ২০ জুন, ২০১৬ ০৩:৫৭

জড়িয়ে ধর সানিকে

অনলাইন ডেস্ক
জড়িয়ে ধর সানিকে
সানি লিওনের সেই সুরেলা আবেদন। সানি নিজে বলছেন তাঁকে জড়িয়ে ধরতে। নয়া অবতারে ফের উপস্থিত হয়েছেন তিনি। দেখে নিন সেই ভিডিও।
 
 
তাঁর নতুন থ্রিলারের গান ‘‘হাগ মি’’।
 
এই গানে ফের একসঙ্গে কনিকা কপূর এবং সানি জুটি। অর্থাৎ, ‘‘বেবি ডল’’ ম্যাজিকের প্রত্যাবর্তন। এই গানটি ইউটিউবে মুক্তি পেতেই সুপারহিট।