English Version
আপডেট : ১৯ জুন, ২০১৬ ১৫:৩৩

মুক্তির প্রথমদিনেই বক্স অফিসে ঝড়

অনলাইন ডেস্ক
মুক্তির প্রথমদিনেই বক্স অফিসে ঝড়

বিতর্কের ঝড় তোলা ছবি ‘উড়তা পাঞ্জাব’ প্রথম দিনেই ১০.০৫ কোটির ব্যবসা করেছে বলিউডের বক্স অফিসে। ছবির প্রযোজক জানিয়েছেন, উত্তর ভারতেই সবচেয়ে ভালো সাড়া পাওয়া গেছে। বিশেষ করে পাঞ্জাব এবং দিল্লিতে প্রথমদিনে সবচেয়ে বেশি ব্যবসা করেছে ‘উড়তা পাঞ্জাব’। সেই তুলনায় অপেক্ষাকৃত কম প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে দেশের দক্ষিণ ও পূর্ব প্রান্তে। ওদিকে ছবির ডিস্ট্রিবিউটর জানিয়েছেন, প্রথমদিন খুব ভালো না হলেও মোটামুটি ব্যবসা করেছে ‘উড়তা পাঞ্জাব’। তা প্রত্যাশার তুলনায় কম। দিল্লিতে ভালো সাড়া মিললেও রাজস্থান, গুজরাট এবং দেশের পূর্বদিকের রাজ্যগুলিতে সেরকম সাড়া মেলেনি। মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেকে আশাবাদী ছিলেন, বিতর্কিত ছবিটি কৌতুহলী দর্শককে সিনেমা হলে টেনে আনবে। কিন্তু তারা যেমনটা আশা করেছিলেন, সেই তুলনায় সংখ্যাটা তেমন নয়। তবে মাল্টিপ্লেক্সগুলিতে দর্শকদের ভালো সাড়া পাওয়া যাচ্ছে।