English Version
আপডেট : ১৮ জুন, ২০১৬ ১৭:৩৩

মীমের ইফতার পার্টি

অনলাইন ডেস্ক
মীমের ইফতার পার্টি

অভিনেত্রী বিদ্যা সিনহা মীম ঢালিউড ছাড়িয়ে এখন টালিউডেও ঝড় তুলেছেন। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন। একই বছর হুমায়ুন আহমেদের চলচ্চিত্র ‘আমার আছে জল’ এর মাধ্যমে চলচ্চিত্র জগতে তার অভিষেক ঘটে। এরপর শুধু এগিয়ে যাওয়া। চলতি রমজান মাসে মীম তার চলচ্চিত্র জগতের সহকর্মী, সাংবাদিক এবং পরিচিতজনদের সম্মানে একটি ইফতার পার্টির আয়োজন করেছিলেন। উপলক্ষ্য খালিদ মাহমুদ মিঠুর ছবি ‘জোনাকির আলো’-তে অভিনয় করে সেরা অভিনয়শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন। ইফতার পার্টি উপলক্ষে রাজধানীর গুলশানের গার্ডেনিয়া রেস্টুরেন্টে চলচ্চিত্রাঙ্গন, সংবাদমাধ্যম এবং মীমের বন্ধুবান্ধব-পরিবারবর্গের মিলনমেলা বসেছিল। এসময় তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে পাশে থাকার আহ্বান জানান। মীম সম্প্রতি অনন্য মাসুমের ‘আমি তোমার হতে চাই’ মুভির চিত্রগ্রহণ শুরু হবার খবর জানান। ছবিটিতে মীমের বিপরীতে অভিনয় করছেন বাপ্পী।