English Version
আপডেট : ১৮ জুন, ২০১৬ ১৬:৪৫

নোবেল এবার কন্ঠশিল্পী!

অনলাইন ডেস্ক
নোবেল এবার কন্ঠশিল্পী!

বাংলাদেশের মডেলিং জগতে ‘চিরতরুণ’ হিসেবে পরিচিত নোবেল। বিগত ২৫ বছর ধরে একইভাবে তিনি জনপ্রিয়তার তুঙ্গে। অচিরেই হয়তো সেই নোবেলকে দেখা যেতে পারে নতুন রুপে। “স্টার নাইট” নামে একটি সেলিব্রেটি টক শোতে নোবেল বলেছেন, গান গাওয়ার সুযোগ পেলে তিনি গুরুত্ব সহকারে গ্রহণ করবেন। টক শো টির উপস্থাপক রুম্মান রশিদ খান বলেছেন, দর্শকরা খুব শীঘ্রই জনপ্রিয় এই মডেলের আরেকটি উজ্জল দিক সম্পর্কে জানতে পারবেন। টক শো টির এই পর্বে নোবেল, তার পরিবারবর্গ এবং সহশিল্পীরা অংশ নিয়েছেন। কথা প্রসঙ্গে নোবেল মজা করে বলেন, জাহিদ হাসান-মৌ এর চাইতে নোবেল-মৌ জুটি অধিক জনপ্রিয়তা অর্জন করেছিল। অন্যরাও এতে সায় দেন। সোহানুর রহমান সোহানের ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’ –এ একটি ছোট চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতাও শেয়ার করেন নোবেল। অনুষ্ঠানটি ঈদের দিন মাছরাঙ্গা টেলিভিশনে প্রচারিত হবে।