English Version
আপডেট : ১৮ জুন, ২০১৬ ০২:৫৫

জুঁটি বেধেছেন ফারিয়া-জিৎ (ভিডিও)

অনলাইন ডেস্ক
জুঁটি বেধেছেন ফারিয়া-জিৎ (ভিডিও)

এবারাই যৌথ প্রযোজনার জুঁটি বেধে অভিনয় করছেন নুসরাত ফারিয়া ও ওপার বাংলার জিৎ। ‘বাদশা’ নামের এই সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।

ভিডিও

সঙ্গীত পরিচালনায় থাকছেন কলকাতার জিৎ গাঙ্গুলী ও ইমন সাহা। আর চলচ্চিত্রটি পরিচালনা করছেন বাবা যাদব।

আসছে ঈদুল ফিতরে বাংলাদেশ-কলকাতায় চলচ্চিত্রটি মুক্তি পাবে।

মুক্তির আগেই ১৭ জুন সন্ধ্যায় এই চলচ্চিত্রটির ‘প্রিয়া তোরে বিনা’ নামরে একটি গান প্রকাশ করা হলো ইউটিউবে।