English Version
আপডেট : ১৭ জুন, ২০১৬ ০৪:১২

ঈদে শাকিবের তিন সিনেমা

অনলাইন ডেস্ক
ঈদে শাকিবের তিন সিনেমা

এবারের ঈদে শাকিব খান অভিনীত তিনটি সিনেমা মুক্তি পাচ্ছে। এগুলো হলো অভিনীত জাকির হোসেন সীমান্তের ছবি শিকারি, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সম্রাট ও শামীম আহমেদ রনির মেন্টাল।

ঈদে একই সঙ্গে শাকিবের তিনটি ছবি পাওয়াটা ভালো চোখে দেখছেন না তিনি। তিনি বলেন,

এভাবে ছবি মুক্তি দিলে তো ব্যবসাই হবে না। চলচ্চিত্র ব্যবসার ওপর খারাপ প্রভাব পড়বে। প্রেক্ষাগৃহ কমে গেছে। ঈদের সময় হয়তো বিশেষ ব্যবস্থায় বাড়তি কিছু প্রেক্ষাগৃহ চালু থাকবে। কিন্তু এত কম প্রেক্ষাগৃহে একসঙ্গে এত ছবি চালালে বিনিয়োগ উঠবে না।

শাকিব ক্ষোভ নিয়ে আরও বলেন, ‘যাঁরা আমাকে নিয়ে বড় বাজেটের ছবি বানান, তাঁরা চান ঈদে ছবি চালিয়ে টাকা তুলে আনবেন। কিন্তু একসঙ্গে আমার তিনটি ছবি মুক্তি পেলে তো প্রয়োজনীয় সংখ্যক প্রেক্ষাগৃহই পাবেন না তাঁরা। এতে তো লোকসান হবে। এই লোকসানের নেতিবাচক প্রভাব পড়বে পুরো চলচ্চিত্রশিল্পের ওপরে।’

শিকারি ছবিতে শাকিব খানের নায়িকা কলকাতার শ্রাবন্তী ও সম্রাট ছবিতে অপু বিশ্বাস। মেন্টাল ছবিতে এই নায়কের বিপরীতে দেখা যাবে তিশা ও পড়শীকে। গত বছরের ঈদুল ফিতরে মুক্তি পায় শাকিব অভিনীত একমাত্র ছবি লাভ ম্যারেজ।