English Version
আপডেট : ১৬ জুন, ২০১৬ ১৭:১৭

স্বামীকে অভিনন্দন জানালেন সুবর্ণা

অনলাইন ডেস্ক
স্বামীকে অভিনন্দন জানালেন সুবর্ণা

২০১৫-১৬ অর্থবছরে ৭টি পূর্ণদৈর্ঘ্য ও ৫টি স্বল্পদৈর্ঘ্যসহ মোট ১২ চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১৩ জুন এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এতে পূর্ণদৈর্ঘ্য ক্যাটাগরিতে ‘গহীন বালুচর’ চলচ্চিত্রটি নির্মাণের জন্য অনুদান লাভ করেছেন নাট্যনির্মাতা ও অভিনেত্রী সুবর্ণা মুস্তফার দ্বিতীয় স্বামী বদরুল আনাম সৌদ।

যার প্রেক্ষিতে বুধবার (১৫ জুন) বিকেলে ফেসবুকের মাধ্যমে স্বামী বদরুল আনাম সৌদকে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তফা।

বিকেল ৪টার দিকে সুবর্ণা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে লিখেন, ‘অভিনন্দন বদরুল আনাম সৌদ। তুমি ইতিমধ্যেই টেলিভিশনে নিজেকে প্রমাণ করেছ। এখন সময় এসেছে রূপালী পর্দায় জাদু দেখানোর।

বন্ধুবান্ধব ও পরিবারের পক্ষ থেকে আমি বলি, কাজ দিয়ে তুমি আমাদের গর্বিত করবে। ‘গহীন বালুর চরে’ চলচ্চিত্রের জন্য তোমাকে শুভেচ্ছা।’

২০০৮ সালের ৭ জুলাই অনেকটা নিরবেই নির্মাতা বদরুল আনাম সৌদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।