English Version
আপডেট : ১৬ জুন, ২০১৬ ০৪:০২

অনুদানে নির্মিত হবে হুমায়ূন আহমেদের ‘দেবী’ চলচ্চিত্র

অনলাইন ডেস্ক
অনুদানে নির্মিত হবে হুমায়ূন আহমেদের ‘দেবী’ চলচ্চিত্র

সরকারি অনুদানে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস নিয়ে এবার চলচ্চিত্র নির্মিত হবে। এর চিত্রনাট্য তৈরি করেছেন মাকসুদ হোসাইন। ২০১৫-১৬ অর্থবছরে দেবী ছাড়াও আরও ছয়টি চলচ্চিত্র অনুদান পেয়েছে। গতকাল মঙ্গলবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।

অনুদানে নির্মিত আরও ছয়টি চলচ্চিত্র হলো- এবারের অনুদান পাওয়া মুহাম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে শিশুতোষ ছবি  ‘আঁখি ও তার বন্ধুরা’ (মোরশেদুল ইসলাম), ‘শঙ্খধ্বনি’ (কামার আহমাদ সাইমন), ‘গহীন বালুচর’ (বদরুল আনাম সৌদ), ‘বৃদ্ধাশ্রম’ (স্বপন চৌধুরী), ‘সাবিত্রী’ (পান্থ প্রসাদ) এবং প্রামাণ্যচিত্র ‘বধ্যভূমিতে একদিন’ (কাওসার চৌধুরী)।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমান বিবেচনায় এ ছবিগুলো অনুদানের জন্য নির্বাচন করা হয়েছে।