English Version
আপডেট : ১৫ জুন, ২০১৬ ১৪:৪৫

বয়ফ্রেন্ড প্রসঙ্গে মিমি’র খোলামেলা কথা

অনলাইন ডেস্ক
বয়ফ্রেন্ড প্রসঙ্গে মিমি’র খোলামেলা কথা

‘বোঝেনা সে বোঝেনা’ খ্যাত অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি আনন্দবাজার পত্রিকার এক সাক্ষাৎকারে নিজের বয়ফ্রেন্ডে নিয়ে খোলামেলা কথা বলেছেন।

পাঠকদের জন্য মিমির সেই সাক্ষাৎকারের অংশ বিশেষ তুলে ধরা হল। মিমিকে প্রশ্ন করা হয় ‘আপনার বয়ফ্রেন্ডের পরিচিতি তো টলিউডে ওপেন সিক্রেট’।

উত্তরে মিমি জানান, ‘সবাই চায় তার জীবনে এমন কেউ থাকুক যে তাকে সাপোর্ট করবে। দিনের শেষে যার সঙ্গে কথা বলে ভাল লাগবে। আমার জীবনেও এ রকম একজন আছে। কিন্তু এটা নিয়ে প্রকাশ্যে কিছু বলায় বিশ্বাস করি না।

এই ব্যাপারে আমি একটু সেকেলে। আমার বিশ্বাস, লাভ লাইফ নিয়ে বেশি কথা বললে নজর লেগে যায়। এই যে হৃতিক-সুজানের চৌদ্দো বছরের বিয়ে ভেঙে যাচ্ছে, এগুলো দেখে খুব ভয় করে।’