English Version
আপডেট : ১৫ জুন, ২০১৬ ০৪:০৮

চার বছর পর...পূর্ণিমা ও মীর সাব্বির

অনলাইন ডেস্ক
চার বছর পর...পূর্ণিমা ও মীর সাব্বির

চার বছর আগে সিটিসেলের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন পূর্ণিমা ও মীর সাব্বির। চার বছর পর তারা দু’জন আবার এবারের ঈদে দর্শকের জন্য একসঙ্গে অভিনয় করেছেন ইমরাউল রাফাতের নির্দেশনায় ‘ভিমরতি বিড়ম্বনা’ নাটকে। এটি রচনা করেছেন হামেদ হাসান নোমান। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘মীর সাব্বিরের সঙ্গে অনেকদিন পর অভিনয় করেছি। আশাকরি ভালো লাগবে দর্শকের।’ মীর সাব্বির বলেন, ‘পূর্ণিমা এমনই একজন নায়িকা যার সঙ্গে নাটকে কাজ করলে মনে হয় তিনি নাটকেরই একজন মানুষ। কারণ তিনি যথেষ্ট আন্তরিকতা নিয়ে আমাদের ছোটপর্দার শিল্পীদের সঙ্গে কাজ করেন। আসছে ঈদে চ্যানেল আইতে প্রচার হবে পূর্ণিমা ও মীর সাব্বির অভিনীত ‘ভিমরতি বিড়ম্বনা’ নাটকটি।