English Version
আপডেট : ১৪ জুন, ২০১৬ ১৫:৪০

হাসপাতালে ভর্তি নায়িকা মারজান

অনলাইন ডেস্ক
হাসপাতালে ভর্তি নায়িকা মারজান

হাসপাতালে ভর্তি হতে হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা মারজান জেনিফার। রোববার (১২ জুন) হঠাৎ শারীরিকভাবে দূর্বল হয়ে পড়লে জেনিফারকে হাসপাতালে ভর্তি করা হয়।

তবে প্রাথমিক চিকিৎসার নেয়ার পর এখন তিনি ভালো আছেন। জেনিফারের পরবর্তী সিনেমা ‘মুসাফির-টু’। এ সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করতেই ডায়েট করছিলেন এই অভিনেত্রী। এরপরই শারীরিকভাবে দূর্বল হয়ে পড়েন তিনি।

তারপর বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। তবে তার ৫ কেজি ওজন কমেছে বলে জানিয়েছেন এই চিত্রনায়িকা। এ প্রসঙ্গে মারজান জেনিফার বলেন, ‘সিনেমার জন্য আমরা নায়িকারা কতটা কষ্ট করি তা বুঝানো মুশকিল। এ কথা অনেকে বিশ্বাসও করতে চায় না। ‘মুসাফির-২’ সিনেমার জন্য আমি ডায়েট শুরু করেছি। এ জন্য এমন ডায়েট করলাম যে, পৌঁছে গেলাম হাসপাতালের বিছানায়।

তবে খুশির খবর হলো ইতোমধ্যে ৫ কেজি ওজন কমিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’ আশিকুর রহমান পরিচালিত মুসাফির সিনেমায় আরেফিন শুভর সঙ্গে জুটিবদ্ধ হয়ে বড়পর্দায় হাজির হন জেনিফার।