English Version
আপডেট : ১৩ জুন, ২০১৬ ১১:০৫

পাঁচ বছর পর কনার চতুর্থ অ্যালবাম

অনলাইন ডেস্ক
পাঁচ বছর পর কনার চতুর্থ অ্যালবাম

পাঁচ বছর পর কণ্ঠশিল্পী কনার নতুন অ্যালবাম প্রকাশ হচ্ছে। এখনো অ্যালবামটির নাম ঠিক হয়নি। এটা কনার চতুর্থ একক অ্যালবাম। এবারের ঈদে অ্যালবামটি এটি বাজারে আনবে সিএমভি। 

কনা জানিয়েছেন, তার নতুন একক অ্যালবামের রেকর্ডিং হচ্ছে প্রীতম হাসানের স্টুডিওতে। অ্যালবামটির সুরোরোপ করেছেন সাজিদ সরকার ও ইমরান মাহমুদুল।

এখনও রেকর্ডিং শেষ হয়নি, অ্যালবাম বের হবে কবে? কনার উত্তর 'হয়তো চাঁদরাতে!' ঈদে সংগীতা থেকে 'আজ ভালোবাসো না' নামের একটি অ্যালবামে ইমরানকে নিয়ে কনার অনেক আগে গাওয়া একটি দ্বৈত গান থাকবে।

সম্প্রতি প্রকাশিত কনার 'রেশমী চুড়ি' গানের ভিডিও সাড়া জাগিয়েছে। তবে ঈদের অ্যালবামে এটি থাকবে না। তিনি জানালেন, চলতি বছর তার আরেকটি একক অ্যালবাম বের হবে। ওইটাতে রাখা হবে 'রেশমি চুড়ি'। এটি প্রকাশিত হবে রবি-ইয়োন্ডার মিউজিক সেবায়।

কনার সবশেষ একক অ্যালবাম 'সিম্পলি কনা' প্রকাশিত হয় ২০১১ সালে। তার অন্য দুটি একক অ্যালবাম হলো 'জ্যামিতিক ভালোবাসা' ও 'কনা'। এবার আসছে চতুর্থ অ্যালবাম।