English Version
আপডেট : ১৩ জুন, ২০১৬ ১০:৫৬

ঈদের টেলিফিল্মে নওশীন

অনলাইন ডেস্ক
ঈদের টেলিফিল্মে নওশীন

এবারের ঈদে চারুলতা ২০১৬ নামের একটি টেলিফিল্মে দেখা যাবে নওশীনকে। এটি পরিচালনা করেছেন আলভী আহমেদ। টেলিফিল্মের কেন্দ্রীয় চরিত্র চারুলতায় রূপায়ন করেছেন নওশীন। কর্পোরেট ব্যস্ততার কারণে স্বামী তার স্ত্রীকেও সময় দিতে পারেন না। যার কারণে প্রিয় মানুষটিও একাকীত্বে ভোগেন। আর এই একাকীত্বের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে টেলিফিল্মটি।

এই টেলিফিল্মের চারুলতা একজন শিক্ষিতা, স্বাধীনচেতা গৃহবধূ। কিন্তু তার স্বামী তাকে সময় দিতে পারে না। যার কারণেই অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে চারু। তারপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে।

এতে নওশীনের বিপরীতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। এ ছাড়াও একটি চরিত্রে দেখা যাবে কল্যাণ কোরাইয়াকে। সম্প্রতি নগরীর উত্তরার বিভিন্ন লোকেশনে টেলিফিল্মটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। ঈদুল ফিতরে টেলিফিল্মটি দীপ্ত টিভিতে প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।