English Version
আপডেট : ১৩ জুন, ২০১৬ ১০:৫৪

যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে গুলিতে গায়িকা ক্রিস্টিনা গ্রিমি নিহত

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে গুলিতে গায়িকা ক্রিস্টিনা গ্রিমি নিহত
গায়িকা ক্রিস্টিনা গ্রিমি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে শুক্রবার রাতে একটি কনসার্টে গুলিতে গায়িকা ক্রিস্টিনা গ্রিমি নিহত হয়েছে। অজ্ঞাতপরিচয় এক বন্দুকধারী তাকে গুলি করে হত্যা করে। এরপর বন্দুকধারী আত্মহত্যা করে। ক্রিস্টিনা গ্রিমি এনবিসি টেলিভিশনে ‘দি ভয়েস’ অনুষ্ঠান করতো।

অরল্যান্ডো পুলিশ বিভাগ এক টুইটার বার্তায় জানায়, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি ক্রিস্টিনা গ্রিমি গুলিতে নিহত হয়েছে।’

গ্রিমি অরল্যান্ডোর প্লাজা লাইভে বিফর ইউ এক্সিট গ্রুপের সঙ্গে কনসার্টে অংশ নিয়েছিলো এবং বেশ কয়েকজনকে অটোগ্রাফ দেয়ার পর সেখানে অবস্থান করিছিলো। এ সময় এক ব্যক্তি তার দিকে এগিয়ে এসে গুলি করে।

পুলিশ জানায়, ক্রিস্টিনার ভাই তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন ব্যক্তিকে ধরে ফেলে। কিন্তু ততক্ষণে বন্দুকধারী গায়ে গুলি চালিয়ে আত্মহত্যা করে।