English Version
আপডেট : ১২ জুন, ২০১৬ ১৪:৪৯

বিচ্ছেদ প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খুললেন সুজানা

অনলাইন ডেস্ক
বিচ্ছেদ প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খুললেন সুজানা

হৃতিক-সুজানার ১৪ বছরে দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটেছে প্রায় ২ বছর হয়ে গেল। কিন্তু এই প্রথম প্রকাশ্যে তা নিয়ে মুখ খুললেন সুজানা খান। কথা বললেন হৃতিক নিয়েও।

১৪ বছরের বিবাহিত জীবনে ইতি টানার কারণ বলতে গিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে  সুজানা জানান, তারা জীবনের এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন, যেখানে দাঁড়িয়ে মনে হয়েছিল দুজনের পথ আলাদা হয়ে যাওয়াই ভাল।

আর তাই ভুয়ো বন্ধুত্ব টিকিয়ে রাখার তুলনায় সম্পর্ক শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।

সুজানা জানিয়েছেন, বিচ্ছেদের পরেও তারা সন্তানদের ভাল বাবা-মা হওয়ার জন্যে প্রতিশ্রুতিবদ্ধ। তাই তাদের স্কুলের কোনও অনুষ্ঠানে এখনও তারা দু’জনে মিলেই যান। কিন্তু একসঙ্গে ছুটি কাটাতে আর যাওয়া হয় না। তবে কয়েক দিন আগেই এক ছেলের জন্মদিন উপলক্ষে একসঙ্গে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন এই দুই প্রাক্তন।