English Version
আপডেট : ১১ জুন, ২০১৬ ১৬:০২

নায়িকা তন্ময়ের আজ বিয়ে

অনলাইন ডেস্ক
নায়িকা তন্ময়ের আজ বিয়ে
‘বাপজানের বায়োস্কোপ’ ছবির নায়িকা সানজিদা তন্ময়ের আজ বিয়ে। শনিবার (১১ জুন) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে তন্ময়ের নিজ বাসায় পারিবারিকভাবে বিয়েটি সম্পন্ন হবে। পাত্র কাজি এরশাদুল হক বনি লন্ডনভিত্তিক একটি এনজিও ওয়ার্ল্ডভিশন ইন্টারন্যাশনাল’র ডিরেক্টর পদে কর্মরত আছেন।
 
এ প্রসঙ্গে সানজিদা বলেন, হুট করেই পরিবারের সিদ্ধান্তে বিয়েটি হচ্ছে। আমি নিজেও জানতাম না। গত পরশু ছেলের সাথে আমার দেখা হয়েছে। আমি ভাবলাম বিয়ে যেহেতু করতেই হবে, করে ফেলি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য।
 
হবু বরের সম্পর্কে তিনি জানান, ছেলের নাম কাজি এরশাদুল রশিদ বনি। দীর্ঘদিন ধরে এনজিও ওয়ার্ল্ডভিশন ইন্টারন্যাশনাল’র ডিরেক্টর পদে কর্মরত আছেন। কর্মসূত্রে তিনি ইংল্যান্ডে থাকেন। আজকে ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠান হবে। আগামী সোমবার সে ইংল্যান্ডে চলে যাবে।
 
অভিনেত্রী আরও বলেন, আমার খুব খারাপ লাগছে যে বিয়েতে আমি কাউকে দাওয়াত করতে পারছি না।