English Version
আপডেট : ৯ জুন, ২০১৬ ১১:৩৫

শ্রদ্ধার পার্টিতে গেলেন না আলিয়া !

নিজস্ব প্রতিবেদক
শ্রদ্ধার পার্টিতে গেলেন না আলিয়া !

বি-টাউনে নায়িকাদের মধ্যে তুতু-ম্যায়-ম্যায় সম্পর্কের কথা নতুন কিছু নয়। আলিয়া ভট্ট আর শ্রদ্ধা কপূরের ক্যাটস ফাইটও পেজ-থ্রির পাতায় যথেষ্ট পরিচিত। আর এই ঝগড়ার জন্যই নাকি শ্রদ্ধা কপূরের পার্টিতে গেলেন না আলিয়া।

কিছু দিন আগেই ‘বাগি’র সাকসেস পার্টিতে বি-টাউনের সহকর্মীদের ডেকেছিলেন শক্তি কপূর-কন্যা। কিন্তু সেই পার্টিতে অনুপস্থিত ছিলেন আলিয়া। আর তাঁর এই অনুপস্থিতি নিয়েই দুয়ে দুয়ে চার করছেন বি-টাউনের একাংশ। তা হলে কি ব্যক্তিগত তিক্ততার কারণেই শ্রদ্ধার ডাকে সাড়া দিলেন না আলিয়া?

নাহ! সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এ প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে আলিয়া বলেন, ‘শ্রদ্ধার জন্য আমি ওখানে যাইনি কে বলল? আমার শুটিং ছিল বলে আমি ওই পার্টিতে যেতে পারিনি। আমাদের মধ্যে কোনও সমস্যা নেই।’