English Version
আপডেট : ৮ জুন, ২০১৬ ১৬:৪৩

বিচ্ছেদ সুর জন আব্রাহামের সংসারে

অনলাইন ডেস্ক
বিচ্ছেদ সুর জন আব্রাহামের সংসারে

বলিউডে বিবাহ বিচ্ছেদের ঘটনা যেন পিছুই ছাড়ছে না। একের পর এক ঘটনা ঘটেই চলেছে। এবার বিচ্ছেদের সুর বেজে উঠেছে জন আব্রাহাম আর প্রিয়া রানচালের সংসারে। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, জন আব্রাহাম আর প্রিয়া রানচালের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না।

তবে ডিভোর্সের খবরও এখনি পাকাপাকি হয়নি।

জানা গেছে, আব্রাহাম আর প্রিয়ার মধ্যে সব ঠিকঠাক চলছে না। তাই জন স্ত্রীর কাছ থেকে দূরে সরে যাচ্ছেন।  বিপাশা বসুর সঙ্গে ৯ বছরের লিভ ইন সম্পর্ক থেকে বেরিয়ে এসে প্রিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান জন।

তারপর ২০১৪ সালের ১ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। এরপর বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল তাদের দাম্পত্য জীবন। কিন্তু হঠাৎ করেই তাদের সংসার ভাঙ্গনের গুঞ্জন উঠেছে।