English Version
আপডেট : ৮ জুন, ২০১৬ ১৬:০৫

রক্তে অ্যাকশন লুকে পরীমনি

অনলাইন ডেস্ক
রক্তে অ্যাকশন লুকে পরীমনি

‘রক্ত’ ছবিতে অ্যাকশন লুকে হাজির হবেন পরীমনি। সেজন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন তিনি। কিন্তু শুটিং শুরুর পর থেকে কোন তথ্য পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত দেখা মিললো পরীর। একেবারে অ্যাকশন লুকেই।  

সম্প্রতি কলকাতায় শুরু হয়েছে ‘রক্ত’ ছবির শুটিং। সেখানে দেখা গেল পরীমনির। পড়নে জলপাই রঙা প্যান্ট ও টি-শার্ট, মুষ্টিবদ্ধ হাত সবই যেন ভিন্ন এক পরীর আভাস দিচ্ছিলো। 

রোমান্টিক ঘরানার ছবি দিয়ে পরীমনির যাত্রা। তবে এবারই প্রথম অ্যাকশন লুকে দেখা যাবে তাকে। ‘রক্ত’তে তাকে দেখা যাবে মারদাঙ্গা চরিত্রে। এর আগে পরী বেশিরভাগ চলচ্চিত্রে রোমান্টিক হিরোইন বা গ্রামের মেয়ে ভূমিকায় অভিনয় করেছেন। এবারই প্রথম নারী প্রধান এবং অ্যাকশন চরিত্রে অভিনয় অভিজ্ঞতা তার। 

সিনেমার প্রয়োজনে নিজেকে নিজেকে প্রস্তুত করছেন পরীমনি। মার্শাল আর্টসহ বিভিন্ন অ্যাকশন ষ্ট্যান্ট শিখেছেন। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে চলচ্চিত্রটি নির্মাণ করছেন ওয়াজেদ আলী সুমন।