English Version
আপডেট : ৭ জুন, ২০১৬ ১৩:০০

শহিদ কাপুরকে যে শর্তে বিয়ে করেছেন মীর‍া রাজপুত

অনলাইন ডেস্ক
শহিদ কাপুরকে যে শর্তে বিয়ে করেছেন মীর‍া রাজপুত

গত বছরের জুলাইতে দিল্লির মেয়ে মীরা রাজপুতের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলিউড অভিনেত‍া শহিদ কাপুর। পারিবারিকভাবে তাদের বিয়ের আয়োজন করা হয়েছিলো। কিন্তু তারপরও তাদের ভালোবাসা ছিলো খুব দৃঢ়। বিয়ের আগে অভিষেক চৌবে পরিচালিত ‘উড়তা পাঞ্জাব’-এর দৃশ্যধারণ নিয়ে ব্যস্ত ছিলেন শহিদ। ছবিতে একজন নেশাগ্রস্থ রকস্টারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এতে নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতে বড় ও রঙিন চুল র‍াখতে হয়েছিলো ৩৫ বছর বয়সী এই অভিনেতাকে। সে রকম চুল নিয়ে মীরার সঙ্গে প্রথম দেখা করেছিলেন বলিউডের এই অভিনেতা।