English Version
আপডেট : ৭ জুন, ২০১৬ ১১:৫০

ধর্মীয় অনুভূতিতে আঘাত: অভিযোগ থেকে মুক্তি পেলেন সালমান ও শাহরুখ

অনলাইন ডেস্ক
ধর্মীয় অনুভূতিতে আঘাত: অভিযোগ থেকে মুক্তি পেলেন সালমান ও শাহরুখ

এই মন্দিরে জুতা পায়ে ঢোকার জন্য ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ আনা হয় সালমান ও শাহরুখের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে দায়ের করা মামলা থেকে মুক্তি পেলেন বলিউডের দুই বলিষ্ঠ অভিনেতা শাহরুখ খান এবং সালমান খান।

তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি ভিত্তিহীন বলে সোমবার দুপুরে তা বাতিল করে দিয়েছেন দিল্লীর আদালত।

ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ দুই তারকার বিরুদ্ধে অভিযোগ, তারা ‘বিগ বস’ রিয়েলিটি শো'র প্রচারণার জন্য একটি ভিডিও তৈরির সময় জুতা পায়ে মন্দিরে প্রবেশ করেছিলেন।

এ বিষয়ে তদন্ত করে পুলিশ জানিয়েছিলেন, শাহরুখ এবং সালমান একটি স্টুডিওতে সেট তৈরি করে ভিডিওটির শুটিং করেছিলেন। কারো অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে কাজটি করেননি তারা।

চূড়ান্ত রায় ১ জুন প্রকাশের কথা থাকলেও তা পিছিয়ে ৬ জুন সোমবার দিন ধার্য করে আদালত। শেষ পর্যন্ত ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ থেকে দিল্লীর আদালত মুক্তি দিলেন সালমান ও শাহরুখকে।