English Version
আপডেট : ৫ জুন, ২০১৬ ১৩:১৮

আট বছর পর নাটকে একসঙ্গে রিচি- জাহিদ

অনলাইন ডেস্ক
আট বছর পর নাটকে একসঙ্গে রিচি- জাহিদ

আট বছর পর নাটকে একসঙ্গে কাজ করলেন রিচি সোলায়মান, জাহিদ হাসান এবং নির্মাতা সুমন আনোয়ার। নাটকটির নাম ‘ক্ষয়ে যাওয়া বুকের ভেতর’।

রিচি তার ফেসবুকে এক স্ট্যাটাসে এই তথ্য জানান। তিনি ফেসবুকে লিখেছেন, ‘আট বছর পর আবার আমরা তিনজন একসাথে...’।

নাটকটির গল্পে দেখা যাবে মধ্যবিত্ত পরিবারের মেয়ে রিচি। আরও দুই বোনকে নিয়েই তার পরিবার। বোনদের চাহিদা মেটাতে গিয়ে নিজের জন্য ভাবার সময় পান না তিনি।

অন্যদিকে জাহিদ হাসানের চরিত্রটি ধনী ঘরের। ব্যবসা ছাড়া কোনোকিছু নিয়েই ভাবার সময় নেই তার। কিন্তু মা চান ছেলে সংসারি হোক। ভালো মেয়ের সন্ধান করতে করতে তারা খোঁজ পান রিচির। বিয়ে ঠিক হয় জাহিদ-রিচির। কিন্তু এর মধ্যে ঘটে যাওয়া নানা ঘটনা বাঁধা হয়ে দাঁড়ায় তাদের বিয়েতে।

নাটকটির দৃশ্যায়ন হয়েছে রাজধানীর উত্তরা ও পুরান ঢাকায়। এই ঈদে স্যাটেলাইট টেলিভিশনে এটি প্রচার হওয়ার কথা রয়েছে।