English Version
আপডেট : ৪ জুন, ২০১৬ ১৯:৫৪

আগে অস্কার পরে বিয়ে: আলিয়া

অনলাইন ডেস্ক
আগে অস্কার পরে বিয়ে: আলিয়া

আগামী ১৭ জুন মুক্তি পাবে আলিয়া ভাট অভিনীত ‘উড়তা পাঞ্জাব’। নতুন ছবির মুক্তিতে বেশ উচ্ছ্বসিত বলিউডের এই অভিনেত্রী। এ উপলক্ষে এক সংবাদসম্মেলনে হাজির হয়েছিলেন আলিয়া। সেখানে তাকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ খ্যাত এ তারকা বলেন, আপাতত বিয়ের চিন্তা মাথায় নেই। যেদিন অস্কার পুরস্কার পাবো সেদিন বিয়ের বিষয়ে ভাববো। অন্য মেয়েদের জন্য বিয়েটাই প্রধাণ, আমার জন্য অস্কার।

আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার প্রেমের গুঞ্জন অনেকদিন ধরেই চলছে। প্রেম নিয়ে বেশ কয়েকবার নিজের অনুভূতির কথা প্রকাশ করেছেন আলিয়া। এবার জানালেন বিয়ের পরিকল্পনা সম্পর্কে।

‘উড়তা পাঞ্জাব’ ছবিতে ২৩ বছর বয়সী এই অভিনেত্রীকে দেখা যাবে বিহারি মেয়ের ভূমিকায়।

অভিষেক চৌবে পরিচালিত ‘উড়তা পাঞ্জাব’-এ আলিয়ার বিপরীতে আরও অভিনয় করছেন শাহিদ কাপুর, কারিনা কাপুর, দিলজিৎ দোসাঞ্জ প্রমুখ।