English Version
আপডেট : ২ জুন, ২০১৬ ২০:৪৬

ফের বাবা-মা হলেন রিতেশ-সুজা

অনলাইন ডেস্ক
ফের বাবা-মা হলেন রিতেশ-সুজা

ফের বাবা-মা হলেন বলিউড দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি সুজা। ফুটফুটে ছেলে সন্তান জন্ম দিয়েছেন জেনেলিয়া। বুধবার (১ জুন) সকালে নবজাতককে শুভাগমন জানান এই দম্পতি।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, রিতেশ-জেনেলিয়ার ঘরে রিয়ান নামে দুই বছরের আরেক ছেলে রয়েছে। পরিবারের নতুন সদস্যের আগমনে বাবা-মার মতো ছোট্ট রিয়ানও ভীষণ খুশি।

ছেলে রিয়ানের অনুভূতি জানিয়ে টুইটারে রিতেশ দেশমুখ লিখেছেন, হাই গাইজ, আমার আই এবং বাবা আমাকে ছোট একটি ভাই উপহার দিয়েছে। এখন থেকে আমার সব খেলনা তার।

এদিকে, ২০০৩ সাল থেকে জেনেলিয়ার সঙ্গে ডেটিং করে আসছিলেন রিতেশ। প্রায় ১০ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১২ সালে তারা আনুষ্ঠানিকভাবে গাঁটছড়া বাঁধেন। বর্তমানে বলিউডের সুখী দম্পতির মধ্যে তারা অন্যতম।