English Version
আপডেট : ৩১ মে, ২০১৬ ২০:০৪

কাবিননামা আদালতে দাখিল করেন শাওন

অনলাইন ডেস্ক
কাবিননামা আদালতে দাখিল করেন শাওন

আদালতে বিয়ের কাবিননামা দাখিল করেছেন মাহির স্বামী দাবী করা শাহরিয়ার শাওন। মঙ্গলবার (৩১ মে) বিকেলে শাওনের পক্ষে আদালতে কাবিননামা পেশ করেন তার আইনজীবী এডভোকেট বিল্লাল হোসেন। 

গত রবিবার চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহির এই কথিত স্বামী শাওনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

এরপর তাকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়। ডিবির জিজ্ঞাসাবাদে শাওন জানিয়েছেন মাহির সঙ্গে তার পরিচয় স্কুলজীবন থেকে।

তারা উত্তরায় একই স্কুলে লেখাপড়া করেছেন। মাহির সঙ্গে তার প্রেম ছিল বলেও দাবি করেছেন শাওন। 

গত ২২ মে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকার ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে মাহির বিয়ে হয়। এরপর থেকে ওই যুবক ক্ষুব্ধ হন। তিনি মাহিকে স্ত্রী দাবি করে তার সঙ্গে তোলা অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেন। এরপর মাহি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম শাখায় একটি লিখিত অভিযোগ করেন।