English Version
আপডেট : ৩১ মে, ২০১৬ ১৮:১৪

নায়িকা মিষ্টিকে হত্যার হুমকি

অনলাইন ডেস্ক
নায়িকা মিষ্টিকে হত্যার হুমকি

ঢাকাই সিনেমার নায়িকা মিষ্টি জান্নাতকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে অপহরণসহ হত্যার হুমকি দেওয়া হচ্ছে। কয়েক দিন ধরেই তাকে অচেনা ফোন নম্বর থেকে এমন হুমকি দেওয়া হচ্ছে।

মিষ্টি বলেন, কারো সঙ্গে তো আমার কোনো শত্রুতা নাই। কয়েক দিন ধরেই একাধিক অচেনা নম্বর থেকে আমাকে ফোন করে নানা রকম হুমকি দেওয়া হচ্ছে। আমাকে তুলে নিয়ে যাওয়া হবে। হত্যা করা হবে।

আবার চাঁদাও চাওয়া হচ্ছে। একজন ফোন করে বললো, তিনি নাকি ছাত্রলীগের সেক্রেটারি শুভ। এই নামের কাউকেই আমি চিনি না।

এরই মধ্যে পরিবারের সবাইকে বিষয়টি জানিয়েছেন মিষ্টি। শুটিংয়ের চাপে থাকায় সাধারণ ডায়েরি (জিডি) করতে পারছেন না। শীঘ্রই থানায় জিডি করবেন।

মিষ্টি বলেন, আমি কোথায় যাই, কখন বের হই-সব তথ্য নাকি তার কাছে আছে। আমার গাড়ির নাম্বারও মুখস্ত। ফলে বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় আছি। এখন কাউকে সঙ্গে নিয়েই বের হচ্ছি।

মিষ্টি জান্নাত বর্তমানে ব্যস্ত রয়েছেন সজল আহমেদ পরিচালিত ‘তুই আমার রানী’ চলচ্চিত্রের শুটিং নিয়ে। আগামী মাসের ২৫ তারিখ থেকেই কলকাতার হার্টথ্রব নায়ক সোহমের বিপরীতে নতুন একটি চলচ্চিত্রের কাজ শুরু করতে যাচ্ছেন। খবর- দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম