English Version
আপডেট : ৩০ মে, ২০১৬ ১৫:৪৫

বহুবিবাহের ধুম্রজালে মাহি

অনলাইন ডেস্ক
বহুবিবাহের ধুম্রজালে মাহি
বিয়ের মাত্র দুদিনের মাথায় একাধিক বিয়ের খবরে বিতর্কে জড়িয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২৪ মে গোপনে ব্যবসায়ী অপুকে বিয়ে করেন এ চিত্রনায়িকা। খবর প্রকাশ হয়ে গেলে ২৫ মে গণমাধ্যমের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। এর রেশ কাটতে না কাটতেই ২৭ মে বিভিন্ন অনলাইন ও সোস্যাল মিডিয়ায় চাউর হয়, মাহি আগেও দুইবার বিয়ে করেছেন। প্রথমবার বিয়ে করেছেন মিডিয়ায় আসার আগে ২০১০ সালে। পাত্রের নাম পলাশ। অবশ্য এর এক বছর পর ডিভোর্স হয়ে গেলে ২০১৫ সালে শাওন নামে অন্য একটি ছেলেকে বিয়ে করেন বলে শোনা যায়। এ সংক্রান্ত বেশ কিছু ছবি প্রমাণ হিসেবে প্রকাশ করা হয়।
 
এসব ছবির ব্যাপারে প্রথমে মাহি চুপ থাকলেও রোববার (২৯ মে) সংবাদমাধ্যমে বলেছেন, ‘এসব ছবিগুলো ফেক বলে দাবি করেন। উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে হেয় করতেই এসব করা হচ্ছে বলে জানান মাহি।
মাহি জানান, যারা এসব করছে তাদের বিরুদ্ধে সাইবার ক্রাইম আইনে মামলা করা হয়েছে। তারা নিজেরাই এ ব্যাপারে মুখ খুলবেন। যারা আমার বিরুদ্ধে নেতিবাচক খবর ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নেব। একটু অপেক্ষা করুন। ফেসবুকে প্রকাশিত ছবিগুলো সম্পর্কে মাহি বলেন, ছবিগুলো শুটিং চলাকালে তোলা। শাওন ওই সময় মজা করে আমার সঙ্গে এসব ছবি ক্যামেরাবন্দি করে। বিয়ের কথা নিয়ে যে খবর ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।