English Version
আপডেট : ২৯ মে, ২০১৬ ১৭:৪১

পার্বতীর বিকিনি, ক্ষিপ্ত দর্শক

অনলাইন ডেস্ক
পার্বতীর বিকিনি, ক্ষিপ্ত  দর্শক

দেবী পার্বতী রিল লাইফে। জনপ্রিয় মেগা সিরিয়ালে তাঁকে পার্বতী হিসেবে দেখেছেন দর্শক।

তিনি সোনারিকা ভাদোরিয়া।

সম্প্রতি তিনি বিকিনি পরে বেশ কিছু ছবি পোস্ট করেছেন সোশ্যাল ওয়ালে। আর তাতেই বেজায় ক্ষিপ্ত পার্বতীর রিল লাইফের দর্শকরা।

পার্বতীর ভূমিকায় অভিনয়ের বাইরেও যে সোনারিকার একটা আলাদা জীবন রয়েছে তা তাঁরা মানতে নারাজ।