English Version
আপডেট : ২৯ মে, ২০১৬ ১৭:৩৪

তাহসানের টেলিফিল্মে চমক

নিজস্ব প্রতিবেদক
তাহসানের টেলিফিল্মে চমক

তাহসান খান গানের পাশাপাশি অভিনয়ে জনপ্রিয়। তাকে নিয়ে পরিচালকদের যেন আগ্রহের কমতি নেই। তাই বেছে বেছে বিশেষ নাটকগুলোই করেন বেশি এ কণ্ঠশিল্পী। অনেক নাটক, টেলিফিল্ম এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সেই সুবাদে তার সহকর্মী হিসেবে পেয়েছেন অনেক অভিনেত্রীকে। আর তার নতুন টেলিফিল্ম ‘সেই মেয়েটা’তে তার সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন এক জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী। তবে নাম প্রকাশ করা হচ্ছে না এখনই।

তবে শোনা যাচ্ছে তার সঙ্গে এবারও পূর্ণিমা, বিদ্যা সিনহা মিম বা জাকিয়া বারী মম থাকতে পারেন। যদিও এর আগে এদের সঙ্গে কাজ করেছেন তাহসান। তবে নতুন এই টেলিফিল্মে অভিনেত্রীর নাম প্রকাশ না করাতে কিছুটা চমক সৃষ্টি হয়েছে।

তবে সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দেয়াতে সেখানে ভক্তরা তাহসানের সঙ্গে কাকে দেখতে চান তাদের নাম লিখে জানাচ্ছেন। নামের তালিকায় রয়েছে মৌসুমী হামিদ, বিদ্যা সিনহা মিম, পূর্ণিমা, মম, ফারিয়া সহ আরওঅনেকের নাম।

শোনা যাচ্ছে জুন মাসেই শুরু হবে এই টেলিফিল্মের শুটিং। আর এটি পরিচালনা করছেন মিজানুর রহমান আরিয়ান। আসছে ঈদে আরটিভিতে প্রচার হবে টেলিফিল্মটি।