English Version
আপডেট : ২৮ মে, ২০১৬ ১৯:৪৮

অরিজিতের উপর প্রতিশোধ নিলেন সালমান!

অনলাইন ডেস্ক
অরিজিতের উপর প্রতিশোধ নিলেন সালমান!

এ বছরের সবচেয়ে আলোচিত সিনেমা সালমানের ‘সুলতা’ ।একের পর এক খবর নিয়ে এটি খবরের শিরোনাম হতে থাকে। এবার সে তালিকায় যুক্ত হল সালমানের প্রতিশোধ! আজ থেকে আরও তিন বছর আগে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথমবারের মত মুখোমুখি হয়েছিলেন সালমান ও অরিজিত। সেদিন ‘তুম হি হো’ গানের জন্য পুরস্কার হাতে নেন অরিজিত। স্টেজে সকলের সামনে অরিজিত সালমানকে বলেন, তার পরিচালনার ফলে স্টেজের সামনে সবাই ঘুম অনুভব করছে। সেখান থেকে তাদের রেষারেষির উৎপত্তি। এরপরে আরও তিন বছর পার হয়ে গেলেও সালমান অরিজিতের সাথে কোন সুরাহা করে নি। উল্টো অরিজিত সালমানের নিকট মাফ চাওয়ার অনেক চেষ্টা করলেও তিনি অপারগ ছিলেন। এবার প্রথমবারের মত সালমানের সিনেমা সুলতানে গান গাওয়ার কথা থাকলেও সালমান নিজের চলচ্চিত্র থেকে অরিজিতকে প্রত্যাখ্যান করলেন। সালমানের এই সিনেমাতেও কোন গান গাওয়ার সুযোগ হল না অরিজিতের।