English Version
আপডেট : ২৮ মে, ২০১৬ ১৬:১৫

বক্ষ দেখিয়ে কাঁপালো কিম

অনলাইন ডেস্ক
বক্ষ দেখিয়ে কাঁপালো কিম

কিম কারদাশিয়ান মানেই সেনসেশন আর বিতর্ক। আরও একবার বিতর্ক ছড়ালেন তিনি। পার্টিতে গিয়ে এমন কিছু করলেন, যাতে সবার কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে গেলেন কিম।

বিতর্ক তাঁকে সবসময়ই তাড়া করে। মার্কিনি টিভি তারকা কিম কারদাশিয়ানের নিজেও এটা বেশ পছন্দ করেন। এবার কি বিতর্ক বাধিয়ে চমকালেন তিনি?

পারিবারিক বন্ধু এবং এককালে বোনের প্রাক্তন প্রেমিক স্কট ডিসিকের পার্টিতে এমন পোশাক পরে গেলেন যে, সকলে তাকিয়ে শুধু তাঁকেই দেখলেন। কী পোশাক পরেছিলেন কিম? একদম এফোর-ওফোঁড় করা এক পোশাক। যা তাঁর বক্ষকে এক্কেবারে উন্মুক্ত করে দিয়েছিল।

কিম কারদাশিয়ানের এই রূপ দেখে সকলেই কেঁপে গিয়েছিলেন। আসলে এটাই কিম কারদাশিয়ানের স্টাইল স্টেটমেন্ট।

কিম কারদাশিয়ানের দাবি, এই পোশাক তাঁর ঠাকুমার দেওয়া। এমন এক উত্তেজক পোশাক নাতনিকে উপহার দেওয়ার জন্য কিম তাঁকে ধন্যবাদও জানিয়েছেন। বুঝলেন কিছু! খবর- এবেলা