English Version
আপডেট : ২৬ মে, ২০১৬ ১৬:৫১

আত্মহত্যা সঠিক পথ নয়: প্রভা

অনলাইন ডেস্ক
আত্মহত্যা সঠিক পথ নয়: প্রভা

মডেল অভিনেত্রী সাবিরা হোসাইনের আত্মহত্যা নিয়ে আলোচনার ঝড় এখন ফেসবুকে। অনেকেই এই আত্মহত্যা নিয়ে করছেন মন্তব্য। তেমনি আত্মহত্যা প্রসঙ্গ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

আত্মহত্যা সঠিক পথ নয় মন্তব্য করে প্রভা লিখেন, এই যে এত কষ্ট, এত অপমান, এত না পাওয়া নিয়ে বেঁচে থাকার লড়াই করছি। সুইসাইড যদি কষ্ট থেকে বাঁচার উপায় হতো, তাহলে সবার আগে আমি সুইসাইড করতাম।

বেঁচে থাকার আনন্দ উপভোগ করছেন জানিয়ে প্রভা লিখেন, এমন না যে, ২০১০ সালের পর আমার জীবনে বড় বড় দুঃখকষ্ট আসে নাই। তবে বেঁচে থাকার আনন্দ খুব উপভোগ করি, যখন ভালো থাকি। যা আগে এভাবে উপলব্ধি করতে পারি নাই।

প্রভা আরও লিখেন, ভালোই তো লাগে যখন ওই সব মানুষদের সামনে মাথা উঁচু করে চলি। ওরা রাগে, অপমানে অন্যদের সাথে উঁচু গলায় কথা বলে বুঝাতে চায়, এটা নিতে পারছি না। তখন একগাল হাসি আর নিজেকে নিজের মাথায় হাত বুলায়ে বলি, দেখো প্রভামনি, মরে গেলে এই এনসিকিউরিটি দেখতে পেতে?’ জীবন সুন্দর মন্তব্য করে প্রভা লিখেন ‘অনেক কষ্ট পাচ্ছি কিন্তু সুখের পূর্ণিমাটাও তো খারাপ না। আরো কষ্ট পাব, আরো অনেক সুখ পাওয়া রয়ে গেছে। সেগুলো পূর্ণ করতে হবে না? লাইফ ইজ বিউটিফুল।’