English Version
আপডেট : ২৬ মে, ২০১৬ ১২:৫৮

‘আমি চলচ্চিত্রকে ভালোবাসি, পাশাপাশি সংসার জীবনটাও নিজের মতো উপভোগ করতে চাই

অনলাইন ডেস্ক
‘আমি চলচ্চিত্রকে ভালোবাসি, পাশাপাশি সংসার জীবনটাও নিজের মতো উপভোগ করতে চাই

বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ। লাল শাড়ি পড়ে শ্বশুর বাড়িতে গেলেন দেশের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। বুধবার (২৬ মে) বিকালে রাজধানীর উত্তরার বাসা থেকে স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে শ্বশুর বাড়ি সিলেটের কদমতলীতে রওনা করেন তিনি।এরআগে দুপুরে মাহির বাসায় শুরু হয় বিয়ের মূল আনুষ্ঠানিকতা। সেখানে কনে মাহি ও বর অপুর স্বজনরা উপস্থিত ছিলেন। গত চার বছর ধরে মাহি ও অপু একে অপরের সঙ্গে পরিচিত। তবে তাদের বিয়ে হয়েছে উভয় পরিবারের সম্মতিতেই। এর আগে গত ১২ মে খুব গোপনে মাহি ও অপুর বাগদান সম্পন্ন হয়।

নিজের বিয়ে প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ‘আমি চলচ্চিত্রকে ভালোবাসি, পাশাপাশি সংসার জীবনটাও নিজের মতো উপভোগ করতে চাই। তাই সবার কাছে দোয়া চাই যেন আমরা সুখে থাকতে পারি, ভালো থাকি।’

মাহি আরও জানান, আগামী ২৪ জুলাই সিলেটে ওয়ালিমা  (বৌ-ভাত) সম্পন্ন হবে।

২০১২ সালে শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে মাহিয়া মাহির অভিষেক ঘটে। এ মুহূর্তে দীপংকর দীপনের ‘ঢাকা এ্যাটাক’ ছবিতে অভিনয় করছেন তিনি।