English Version
আপডেট : ২৩ মে, ২০১৬ ১৩:৫৫

মুখোমুখি শাকিব খান বনাম দেব..!

অনলাইন ডেস্ক
মুখোমুখি শাকিব খান বনাম দেব..!

বাংলাদেশে ও ভারতে একই দিনে মুক্তি পাচ্ছে না শাকিব খানের আলোচিত-সমালোচিত ছবি ‘শিকারী’। ঈদুল ফিতরে ‘শিকারী’ মুক্তির ঘোষণা দিয়েছেন ছবির বাংলাদেশি অংশীদার। ছবির ভারতীয় অংশীদার ওই দিনে ‘শিকারী’ তুলে দিচ্ছে না দর্শকদের হাতে। ঈদে দুই বাংলায় একযোগে মুক্তি মিলছে জিৎ অভিনীত ‘বাদশা দ্য ডনে’র। কলকাতায় জিতের বিরুদ্ধে আর লড়াই হচ্ছে না শাকিব খানের। বরং তাকে আরো শক্ত প্রতিদ্বন্ধীর মুখোমুখি করে দেওয়া হচ্ছে। ‘শিকারী’ মুক্তির দিনে পশ্চিম বঙ্গে মুক্তি পাচ্ছে ওখানকার মোস্ট ওয়ান্টেড সেলিব্রেটি দেব অভিনীত ‘লাভ এক্সপ্রেস’। পুরনো জুটি দেব ও নুসরাত আবার জুটি বেঁধেছেন ভেঙ্কটেশ ফিল্মসের এই নতুন ছবিতে। ‘শিকারী’তে দেবের অনেক ছবির নায়িকা শ্রাবন্তী এই প্রথম বন্দি হয়েছেন শাকিবের সাথে একই ফ্রেমে। ‘শিকারী’ ও ‘লাভ এক্সপ্রেস’ মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ আগষ্ট। ১৫ আগষ্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে ছবি দুটি। দুই চিরপ্রতিদ্বন্ধী প্রযোজন সংস্থা ভেঙ্কটেশ ফিল্মস ও এসকে মুভিজ একই দিনে লড়াইয়ে নামছে নিজেদের দুটি বড় বাজেটের ছবি নিয়ে। একই দিনে দুই দেশে মুক্তি না পাওয়ায় ‘শিকারী’ নিয়ে চিন্তিত শাকিব-ভক্তরা। বাংলাদেশে মুক্তির প্রায় এক মাস পর ভারতের সিনেমা হলগুলোতে চলবে ‘শিকারী’। যা ছবিটিকে পাইরেসির ভয়াবহ ঝুঁকিতে ফেলে দিয়েছে। কলকাতার যেকোনো ছবিই মুক্তির দুই সপ্তাহের ভেতরে চলে আসে ঢাকায়। ঢাকার ছবিগুলো কিছুদিন পাইরেসির চিন্তা থেকে মুক্ত ছিল। ইদানিং ফের সক্রিয় হয়েছে ভিডিও দস্যুরা। ফলে ‘শিকারী’ ভিডিও চোরদের শিকার হতে পারে বলে আশংকা সংশ্লিষ্টদের। গত বছর একই দিনে মুক্তি না পাওয়ায় ‘ব্ল্যাক’ ছবি নিয়ে বেঁধেছিল তুলকালাম। ঢাকার আগে কলকাতায় মুক্তি দেয়ায় ওখানকার প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছিলেন ঢাকার প্রযোজক। এবার দুই প্রযোজকের সম্মতিতে ‘শিকারী’ মুক্তি পাচ্ছে দুই আলাদা তারিখে। তাতে অবশ্য ছবি নিয়ে শংকা কমছে না। ঢাকায় জিতের বিরুদ্ধে শাকিবকে মাঠে নামিয়ে, জিতকে কলকাতায় ফাকা মাঠে গোল দেয়ার ব্যবস্থা করে দেয়ায় ক্ষুব্ধ শাকিব-ভক্তরা। তারা চাইছিলেন দুই দেশে একই দিনে দুই তারকার যুদ্ধটা হোক। এক্ষেত্রে ভক্তদের চাওয়াটা ঘুরিয়ে পূরণ হচ্ছে। শাকিবকে দাঁড় করিয়ে দেয়া হচ্ছে আরো কঠিন প্রতিপক্ষ দেবের বিপরীতে। ওপারের দর্শকদের কাছে শাকিব নিজেকে মেলে ধরার পূর্ণ সুযোগ পাচ্ছেন। বলাই বাহুল্য, এপারের দর্শকদের মনজয়ের কোনো সুযোগ নেই দেবের।