English Version
আপডেট : ২৩ মে, ২০১৬ ০৮:৩০

নতুন লুকে দীপিকা

অনলাইন ডেস্ক
নতুন লুকে দীপিকা

এবার আর xXx নয়। দীপিকা পাড়ুকোন খবরে এলেন তাঁর নতুন লুকের জন্য। সম্প্রতি একটি বিজ্ঞাপন শুট করেছেন তিনি। আর সেখানে তাঁর লুক সবার নজর কেড়েছে।

আবেদনময়ী আর ক্লাসি কথা দু’টো দীপিকার ক্ষেত্রে নতুন নয়। কিন্তু এই বিজ্ঞাপনে দীপিকা যেন আরও বেশি সেক্সি। আরও বেশি ক্লাসি।

দীপিকা জানিয়েছেন, বিজ্ঞাপনটি দু’দিনে শুট করা হয়েছে। কিন্তু তাঁর একবারও মনে হয়নি তিনি শুটিং করছেন। গলফ খেলে, স্পায়ে আরাম করে, সিনেমা দেখে শুটিংটা তাঁর কেটেছে ভালোই।

xXx: দা রিটার্ন অফ জেন্ডার কেজ রিলিজ় করবে পরের বছর ২০ জানুয়ারি।

তার পরের মাসেই রিলিজ করবে রবতা। সেখানে একটি স্পেশাল অ্যাপিয়ারেন্স আছে তাঁর। একটি গানে তাঁকে দেখা যাবে। গানটি কম্পোজ করছেন প্রীতম। রবতার জন্য জুনে শুটিং করবেন দীপিকা।