English Version
আপডেট : ২২ মে, ২০১৬ ১৯:০১

৪৮ ঘন্টা নির্ঘুম জ্যাকুলিনের

অনলাইন ডেস্ক
৪৮ ঘন্টা নির্ঘুম জ্যাকুলিনের

টানা ৪৮ ঘণ্টা ঘুমাননি বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। গত দুদিন কাজের চাপ এতটাই ছিল যে রাত দিন কেবল কাজ করেছেন তিনি। এর মধ্যে ছিল ‘হাউসফুল থ্রি’ ছবির প্রচারণা।

মুম্বাই ও এর আশেপাশের এলাকায় সকাল থেকে রাত অবধি কেবল এ ছবির প্রচারণায় অংশ নিয়েছেন তিনি। রাতেও অবসরের সুযোগ ছিল না। কারণ পুরো রাত তার আরেক নতুন ছবি ‘ঢিসুম’র ডাবিং করেছেন। পরদিন সকাল থেকে আবারো তিনি বেরিয়ে পড়েছেন ‘হাউসফুল থ্রি’-এর প্রচারণায়। বিকালে তিনি আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন নাম না ঠিক হওয়া একটি নতুন ছবিতে।

এ ছবিতে জ্যাকুলিন অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে। এ অনুষ্ঠান উপলক্ষে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পার্টিতে অংশ নেন তিনি। তবে এদিনও রাতে ঘুমানোর সুযোগ পাননি এ সেক্সসিম্বল অভিনেত্রী। পুরো রাত তিনি ডাবিংয়ে অংশ নিয়েছেন তার আরেক ছবি ‘ফ্লাইং জেট’-এর। ডাবিং শেষ করে অবশেষে সকালে নিজ বাড়িতে গিয়ে ঘুমিয়েছেন জ্যাকুলিন। আর এই নিয়ে সম্প্রতি ৪৮ ঘণ্টা না ঘুমানোর অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন টুইটারে।

তিনি লিখেন, ‘টানা ৪০ ঘণ্টা ঘুমাইনি। বিশ্বাস করা যায়! গত দুদিন রাত দিন টানা ব্যস্ত সময় পার করেছি ছবির কাজ নিয়ে। এটা আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা। তবে আমি বেশ ক্লান্ত। অন্তত আজকের দিনটি পুরোপুরি অবসর সময় কাটাতে চাই’।