English Version
আপডেট : ২১ মে, ২০১৬ ০০:৩৯

বাবা হচ্ছেন শাহিদ কাপুর!

অনলাইন ডেস্ক
বাবা হচ্ছেন শাহিদ কাপুর!

বাবা হচ্ছেন শাহিদ কাপুর। এতদিনে এ খবর পুরনো হয়ে গিয়েছে। মাসাবা গুপ্তার শো থেকে যে জল্পনা শুরু হয়েছিল, শাহিদ কাপুর নিজেই তাতে শিলমোহর দিয়েছেন। 'উড়তা পঞ্জাব'-র প্রচারে দাঁড়িয়ে বলছিলেন, 'হ্যাঁ, আমি বাবা হচ্ছি।' কিন্তু ঠিক কবে আসছে শাহিদ-মীরার পরিবারে নতুন সদস্য? ১৪ অক্টোবর মুক্তি পাবে শাহিদ কাপুরের 'রঙ্গুন'। 'রঙ্গুন' পর্দায় আসার আগেই পৃথিবীতে চলে আসবে কাপুর পরিবারের ক্ষুদে সদস্য।

সেপ্টম্বরের মাঝামাঝি সময়ে প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন শাহিদ পত্নী মীরা রাজপুত। এমনটাই খবর। তবে প্রথম সন্তানের জন্ম মুম্বাইতেই হবে নাকি প্রথা মতো বাপের বাড়ি দিল্লিতে যাবেন মীরা, সে সিদ্ধান্ত এখনো হয়নি।