English Version
আপডেট : ১৯ মে, ২০১৬ ২০:৫১
বিনোদনের জন্যই তৈরী হয়েছি

গানের সাথেই থাকতে চাই সারা জীবন : সাইফুল শুভ

নিজস্ব প্রতিবেদক
গানের সাথেই থাকতে চাই সারা জীবন :  সাইফুল শুভ
সাইফুল শুভ

গানের শুরু ছোটবেলা থেকেই  । শুভ বলেন ”আমার যতদূর মনেপরে খুব ছোট্টবেলায় আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি,ঘরের দুয়ারে বসে গলা ছেড়ে গাইতাম “আমার সারা দেহ খেয়েও গো মাটি”, এরপর আর থেমে থাকতে হয়নি। সময়ের সাথে সাথে নিজেকেও আরো তৈরি করে নিয়েছেন। অবিরাম সংগীতচর্চা করে যাচ্ছেন তিনি।  

পল্লিগীতি গাইতেই বেশী স্বাচ্ছন্দবোধ করেন শুভ, এ ছাড়া আধুনিক বাংলা গান ও নজরুল সংগীত করা হয় । এখন মূলত স্টেজ প্রোগ্রাম ও একক  অ্যালবামের  কাজ নিয়ে ব্যাস্ত সময় কাটাচ্ছেন শুভ  ।গানে ৪ বছরের তালিম নিয়েছে জামালপুর শিল্পকলা একাডেমী থেকে, ক্লাসিক্যালে প্রথম উস্তাদ বাবু সুসান্তদেব কানু,পল্লিগীতি তালিম নিয়েছে জয়ন্তঘোষ রিপন,আধুনিক শাহিন সারের কাছে থেকে ।

শুভ জানান , এখন পর্যন্ত ৪টি মিক্স এলবামে কাজ করা হয়েছে  যার মধ্যে ২টি বাজারে আছে,১ম এলবাম ২০১৩ সালের ‘পদ্মপাতার জ্বলে’ সবচেয়ে বেশী সফলতা পেয়েছি, যেটি শ্রদ্ধেয় রাজন সাহার প্রথম মিক্স অ্যালবাম। ২য়টি  ছুয়েদিলে মন, ঘুমের শহরে, বাকি ১টি রাজন সাহার ‘তোমার জন্য ভালোবাসা’ এলবামটি বাজারে এসেছে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে। শুভ আরও বলেন,”আসলে বিনোদনের জন্যই তৈরী হয়েছি,গানের সাথে থাকতে চাই গানকে ভালোবেসে গানের মাঝেই বাস করতে চাই সারা জীবন।

একজন ভালো সংগীত শিল্পী হবার পাশাপাশি একজন ভাল মানুষ হতে চাই, ভাল কিছু মৌলিক গানদিয়ে পল্লী ও আধুনিক বাংলা গানের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করতে চাই”। সকলের আশীর্বাদ ও সহযোগিতা নিয়ে সংগীত জগতে তার লক্ষে পৌঁছাতে চায় শুভ ।