English Version
আপডেট : ১৯ মে, ২০১৬ ১৯:০৫

মালাইকা ফিরছেন আরবাজের বাড়িতে

অনলাইন ডেস্ক
মালাইকা ফিরছেন আরবাজের বাড়িতে

চলতি বছরে একের পর এক বলিউড তারকাদের ব্রেক আপের খবরে মন ভেঙেছে ভক্তদের। তাঁর মধ্যে মালাইকা এবং আরবাজ খানের বিবাহ বিচ্ছেদে বোধহয় সব থেকে বেশি আলোড়ন সৃষ্টি করে বলিউড পাড়ায়। শোনা যাচ্ছিল ১৭ বছরের বিবাহিত জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দু’জন।

কারণ, মালাইকা নাকি অন্য কারর সঙ্গে প্রেম করছেন। কার সঙ্গে প্রেম করছেন মালাইকা! শোনা যাচ্ছিল অর্জুন কাপুরের নাম। প্রেমিকের নাম বা তাঁদের বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তের পিছনের সঠিক কারণ জানা না গেলেও বিচ্ছেদের খবরটা মোটামুটি ‘পাকা খবর’ বলেই মনে করছিল বলিউড মহল।

তবে আরবাজ নাকি প্রথম থেকেই এই বিবাহ বিচ্ছেদ চাননি। সালমানও নাকি বহুবার মালাইকাকে এই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত বদলের অনুরোধ করেন। এতো কিছুর পরও মালাইকা গত ছ’মাস ধরেই নিজের ছেলেকে নিয়ে অলাদা থাকছিলেন। তবে সম্প্রতি একটা খবরে হাওয়া বদলের আভাস মিলেছে।

বলিউডের কিছু মিডিয়ার দাবি, বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মালাইকা। খবর যা বলছে তাতে আজকালের মধ্যেই মালাইকা আবার ফিরছেন আরবাজ খানের বাড়িতে। তাহলে কি সালমানের অনুরোধে মত পাল্টালেন মালাইকা! নাকি বোন অমৃতা আর মা জয়েসের চেষ্টায় আবার আরবাজের কাছে ফিরছেন তিনি!

তবে কারণ যাই হোক না কেন খবরটা যদি সত্যি হয় তাহলে বলিউডে একাধিক ব্রেকআপের খবরের মধ্যে এটা একটু স্বস্তি দেবে ভক্তদের।