English Version
আপডেট : ১৮ মে, ২০১৬ ১৭:৩২

মুসাফির পাইরেসিতে ক্ষতির মুখে প্রযোজক

অনলাইন ডেস্ক
মুসাফির পাইরেসিতে ক্ষতির মুখে প্রযোজক

সম্প্রতি অনলাইনে খোঁজ মিলেছেন ‘মুসাফির’ ছবির অস্পষ্ট একটি প্রিন্ট। যা ইতিমধ্যেই অনেকের হাতে পৌঁছে গিয়েছে। ফলে ব্যবসায়িক ভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন প্রযোজক।

জানা যায়, দিনাজপুরের বিরামপুরে অবস্থিত ‘অবসর’ সিনেমা হল থেকেই পাইরেসি হয় ‘মুসাফির’। পাইরেটেড প্রিন্টটিতে হলের নাম স্পষ্ট দেখা যায়। বিষয়টি হল মালিককে অস্বীকার করলেও, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে চলেছেন প্রযোজক জোবায়ের আলম।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবিটি সবে মাত্র ব্যবসা করতে শুরু করেছে। দেশের বাইরে চলবে ঈদ থেকে। এই মুহূর্তে পাইরেসি হয়ে যাওয়ায় খুব ক্ষতি হয়ে গেলো। ইউটিউব থেকে নামিয়ে দিয়েছি। তারপরও কোথাও কোথাও থেকে যেতে পারে।’

এদিকে অবসর হলের মালিক নজরুল ইসলামকে আইনি নোটিশ পাঠিয়েছেন প্রযোজক জোবায়ের আলম। সেখানে থেকে জবাব পাওয়ার পরপরই আদালতে মামলা করা হবে বলে জানা গিয়েছে। 

গত ২২ এপ্রিল মুক্তি পেয়েছে আরিফিন শুভ ও নবাগতা মারজান জেনিফা অভিনীত ‘মুসাফির’।