English Version
আপডেট : ১৬ মে, ২০১৬ ১০:৩০

অভিনয়ে সঙ্গীত শিল্পী হৃদয় খান, সঙ্গে তিশা

আনন্দ প্রতিদিন প্রতিবেদক
অভিনয়ে সঙ্গীত শিল্পী হৃদয় খান, সঙ্গে তিশা
'রূপকথা' নাটকের একটি দৃশ্যে হৃদয় খান ও তিশা

হৃদয় খান ও তিশা। দু'জন দুই অঙ্গনের জনপ্রিয় মুখ। প্রথমবারের মতো এবার তারা অভিনয় করলেন। নাটকের নাম 'রূপকথা'। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালানয় এর নাট্যরূপ করেছেন আসাদ জামান। সম্প্রতি রাজধানীর উত্তরখানে নাটকটির দৃশ্যধারণ হয়।

রোমান্টিক গল্প নিয়ে নির্মিত এই নাটক প্রসঙ্গে হৃদয় খান বলেন, 'নাটকে আমি যে চরিত্রে অভিনয় করেছি তার নাম ফাহাদ। এতে অভিনয়ের পাশাপাশি আমার সুর ও সঙ্গীতে একটি গানও থাকবে। এবারই প্রথম অভিনয় করলাম। ঠিক করলাম না ভুল করলাম সেটার বিচার দর্শকদের হাতে।'

নাটকে তিশা অভিনয় করেছেন চন্দ্রা চরিত্রে। তিনি বলেন, 'হৃদয় খানের গান শ্রোতারা খুব পছন্দ করেন। তার গাওয়া বেশকিছু গান আমারও পছন্দের। তার সঙ্গে এবারই প্রথম অভিনয় করলাম। পাশাপাশি নাটকটির গল্পটিও সুন্দর।' আসছে ঈদে চ্যানেল আইতে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক।