English Version
আপডেট : ১৬ মে, ২০১৬ ১৪:৫০

আমাকেও অফার দেওয়া হয় : পাওলি দাম

অনলাইন ডেস্ক
আমাকেও অফার দেওয়া হয় : পাওলি দাম

২০১৫ সালের ১৬ই অক্টোবর কলকাতায় রিলিজ পেয়েছিল রাজকাহিনী। ছবিতে অভিনয় করেছিলেন পার্নো মিত্র। কিন্তু সেই চরিত্রে অভিনয়ের প্রস্তাব প্রথমে পার্নোর কাছে যায়নি, গিয়েছিল পাওলি দামের কাছে। জানিয়েছেন পাওলি দাম।

সম্প্রতি এক অনুষ্ঠানে জানিয়েছেন এ কথা। তিনি বলেছেন, চরিত্রের অফার পাওয়ার পর মানা করে দেন তিনি। কিন্তু জুলফিকারে তাঁর চরিত্রটি অভাবনীয়। তবে চরিত্র নিয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি।

উইলিয়াম শেক্সপিয়ারের দুটি বিখ্যাত ট্র্যাজেডি জুলিয়াস সিজার এবং অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা অবলম্বনে নির্মিত হয়েছে ছবির কাহিনী। রাজকাহিনীর পর সৃজিতের এই ছবিটিও মাল্টিস্টারার। টলিপাড়ার অনেক অভিনেতাকে একসঙ্গে দেখা যাবে এই ছবিতে। ছবিতে অভিনয় করছেন প্রসেনজিৎ, দেব, পরমব্রত, কৌশিক সেন, অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, কাঞ্চন মল্লিক, রাহুল, অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, পাওলি দাম, জুন মালিয়া, নুসরত জাহান, কায়রা দত্ত সহ আরও অনেকে।