English Version
আপডেট : ১৬ মে, ২০১৬ ১৬:৪২

সাত পাকে বাঁধা পড়লেন অমৃতা

অনলাইন ডেস্ক
সাত পাকে বাঁধা পড়লেন অমৃতা

তারকাদের বিয়েও ধুম পড়েছে বলিউডে। প্রীতি জিনতা, বিপাশা বসুর পর এবার সাত পাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী অমৃতা রাও। বর আর জে আনমল।

ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

সাত বছর প্রেমের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অমৃতা-আনমল। প্রেমের বিষয়টা সবাই জানলেও বিয়েটা নিভৃতেই সম্পন্ন করলেন অমৃতা। তাদের বিয়ের অনুষ্ঠানে অমৃতা ও আনমলের পরিবার ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

আনমল তার টুইটার ও ফেসবুকে লিখেন, সাত বছর আগে আমাদের প্রণয় শুরু হয়েছিল। যা আজ পরিণয়ে রূপ নিল। আমরা (অমৃতা-আনমল) এখন বিবাহিত। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ইসক ভিসক সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন অমৃতা। জলি এলএলবি, দ্য লিজেন্ট অব ভগত সিং, ম্যায় হু না সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।