English Version
আপডেট : ১৬ মে, ২০১৬ ১৬:৩৩

মাধুরীর জন্মদিনেই খানদের নিয়ে আলোচনা

অনলাইন ডেস্ক
মাধুরীর জন্মদিনেই খানদের নিয়ে আলোচনা

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের জন্মদিন আজ। এই জন্মদিন লক্ষ্যে বলিউড পাড়ায় উৎসব। জন্মদিনেই বলিউডের তিন খানের প্রসঙ্গে কথা বললেন মাধুরী।

নিজের ক্যারিয়ারে বলিউডের বিখ্যাত তিন খান- শাহরুখ, সালমান ও আমিরের সাথে অভিনয় করেছেন তিনি। তাদের নাচ সম্পর্কে কিছু বলতে বলা হলে মাধুরী বলেন, ‘সালমান খুব ভাল নাচতে পারে। হাম আপকে হ্যায় কন সিনেমায় অনেক কঠিন কঠিন তালের সাথে তাকে নৃত্য করতে দেখেছি আমি। তার নাচ বরাবর ই ভাল।’

শাহরুখের সাথে নাচের ব্যাপারে তিনি বলেন, ‘তার সাথে নাচের সময় মনে হয় আমি বাতাসের সাথে রয়েছি। তিনি বলেন, মাধুরী আপনি নেতৃত্ব দিন আমি আপনাকে অনুসরণ করব। কিন্তু তার অভিনয় সবচেয়ে সেরা। তার নৃত্যের জন্য শৈলী রয়েছে।’

আমির তার নাচের ব্যাপারে অনেক বেশি কঠোর। তিনি তার নাচের প্রতিটি স্টেপ ভালভাবে শিখে নেয় তারপর ক্যামেরার সামনে নৃত্য করে।

মাধুরীর মতে, তাদের প্রত্যেকের নিজস্ব ধরণ রয়েছে। তারা সেভাবেই নিজেকে এগিয়ে নিয়েছে।