English Version
আপডেট : ১৫ মে, ২০১৬ ২০:৪৪

জোর করেই খুলেছে পোশাক

অনলাইন ডেস্ক
জোর করেই খুলেছে পোশাক
শুটিং চলাকালীন অভিনেত্রীদের কিনা সহ্য করতে হয়। সহ-অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে সাবলীল থাকা, বিভিন্ন দৃষ্টিকটু দৃশ্যে অভিনয় করা থেকে শুরু করে কত কিছু।
 
তবে এমন ঘটনা মোটেই কাম্য নয়। শুটিংয়ের সেটে এক জঘন্য পরিস্থিতিতে পড়তে হল এক অভিনেত্রীকে। শুটিং ফ্লোরে জোর করে তার পোশাক খুলে দেওয়া হল। জঘন্যতম এই ঘটনাটি ঘটেছে কেরলে। মালায়লম ছবি ‘ধীবম সাক্ষী’-র শ্যুটিং চলছিল। সেই ছবির শুটিং চলাকালীন জোর করে ছবির নায়িকার পোশাক খুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। থোড়ুপুঝা পুলিস স্টেশনে পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ওই অভিনেত্রী জানিয়েছেন যে, ছবিটির স্ক্রিপ্টে ওরকম কোনও দৃশ্যই ছিল না। শুটিং চলাকালীন হঠাৎই জোর করে তার পোশাক খুলে দেওয়া হয়েছে। নায়িকা জানান, স্ক্রিপ্টে এরকম দৃশ্য আছে জানলে তিনি এই ছবিতে অভিনয় করতেন না। এরকম একটি জঘন্য ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তিনি পরিচালকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন। পুলিশ ঘটনাটির তদন্ত করছে। খবর- জিনিউজ