English Version
আপডেট : ১৫ মে, ২০১৬ ১৪:০৩

রণবীরের ফ্ল্যাট রেকর্ড

অনলাইন ডেস্ক
রণবীরের ফ্ল্যাট রেকর্ড

মুম্বাইয়ের শহরতলিতে ৩৫ কোটি রুপি ফ্ল্যাট কিনে রেকর্ড করলেন রণবীর কাপুর। গত মাসেই মুম্বাইয়ের পালি হিলসে এই ফ্ল্যাট কিনেছেন তিনি।

স্কয়ার ফুটের হিসেবে এক লাখ ৪২ হাজার রুপি! মুম্বাইয়ের শহরতলিতে স্কয়ার ফিটের হিসেবে এত দামি ফ্ল্যাট এর আগে কেউ কেনেননি। প্রায় আড়াই হাজার স্কয়ার ফিটের এই ফ্ল্যাটটি 'বাস্তু পালি হিল' নামক বহুতলের আটতলায়।   ‘লাক্সারি বিল্ডিং’ বলতে ঠিক যা বোঝায়, এই ফ্ল্যাটটি তা-ই। দু’টি পার্কিং লট কিনেছেন রণবীর। ১২ তলা বিল্ডিংটি কাপুরদের কৃষ্ণ রাজ বাংলোর কাছেই। মুম্বাইয়ের উপকণ্ঠে এটিই সব থেকে দামি ফ্ল্যাট হতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।