English Version
আপডেট : ১৪ মে, ২০১৬ ১৮:১০

রণবীর -ক্যাটে ফের মিলন (ভিডিও)

অনলাইন ডেস্ক
রণবীর -ক্যাটে ফের মিলন (ভিডিও)

বলিউডের রণবীর কাপুর ও ক্যাটরিনা জুটির দূরত্ব বেশ কয়েক মাস ধরে চলছিল। তবে এবার তাদের সেই দূরত্ব যেন ঘুচিয়ে দিলেন পরিচালক অনুরাগ বসু। তার 'জাগ্গা জাসুস' সিনেমায় নিয়ে এসেছেন  আলোচিত এই জুটিকে।

শুধু তাই নয়, জনসম্মুখে নাচও করছেন তারা। ভাবছেন তাহলে কি এবার ফের এক হতে চলেছেন প্রাক্তন এই জুটি। আপাতত না, ছবির শুটিংয়ে তারা এখন মরোক্কোতে। আর ছবির প্রয়োজনে একটু 'কম্প্রোমাইজ' তো করতেই হবে। আর তাই নাচলেন তারা দু’জনে। আর তাদের নাচের সেই ছবি ও ভিডিও আপলোড করা হয়েছে 'জাগ্গা জাসুস' এর ফ্যান পেজে। তাতে দেখা যায়, জিন্স আর টপস পড়ে রণবীরের সঙ্গে তাল মিলিয়ে নাচছেন ক্যাটরিনা। গত দুই বছর ধরে সিনেমাটির শুটিং চলছে। আশা করা হচ্ছে, এ বছরের শেষের দিকে মুক্তি পাবি ছবিটি। এতে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে ক্যাটরিনা ও রণবীরকে। 

ভিডিও